প্রতিরোধ ও বীরত্ব স্মরণে আজ পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

প্রতিরোধ ও বীরত্ব স্মরণে আজ পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’

অনুষ্ঠানে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা, এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য গল্প। কবিতা আবৃত্তি, হামদ, নাত ও নাশিদের পাশাপাশি পরিবেশিত হবে দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্য তথ্যচিত্র— ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

২১ জুলাই ২০২৫